সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন।

0
159

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে সরকারি কর্মচারীদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোটের ডিউটি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বিদ্যালয়ে সেই সরকারি কর্মচারীদের ভোটের ডিউটির প্রশিক্ষণ শুরু করা হয়েছে। আজ বর্ধমান শহরের বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে ভোট কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রেয় বৃক্ষ প্রদর্শন করে সংগ্রামী যৌথ মঞ্চ পূর্ব বর্ধমান জেলা শাখা। তাদের মূল দাবি হলো পঞ্চায়েত নির্বাচনে প্রতি বুথে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সঞ্জয় বিশ্বাস বলেন, ২০১১ সালের পর থেকে এই রাজ্য সরকার যেভাবে ভোট করাচ্ছে তা আপনারা সবাই জানেন। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে যে হিংসাত্মক সংঘর্ষ চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেই হিংসাতে একজন ভোট কর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছিল। তাই আমাদের দাবি সাধারণ ভোটার ও ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তাই প্রতিটি বুথে কেন্দ্র বাহিনী চাই।