পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির ভীমপুর থেকে বিরাকাটা পর্যন্ত নির্বাচনী প্রচারে রোড শো করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এই দিন এই রোড শোতে সামিল হয়েছেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক, তবে এই রোড শো এর আগে প্রস্তুতির সময় হঠাৎই বেজে ওঠে তৃণমূলের নবজোয়ারের গান জানিয়ে রীতিমতো ষড় গোল পড়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, অবশেষে বেশ কিছুক্ষণ সেই গান চলার পর বন্ধ করে দেওয়া হয় ওই গান, তবে এই রোড শোতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ছাড়াও জেলা সহ একাধিক বিজেপি প্রার্থীরা, তবে বিরোধী নেতা জানিয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলে জিরো হয়ে যাবে তৃণমূল।
Home রাজ্য দক্ষিণ বাংলা নির্বাচনী প্রচারে শালনিনের ভীমপুর থেকে পিড়াকাটা পর্যন্ত রোড শো করলেন বিরোধী দলনেতা...