পঞ্চায়েত নির্বাচনে প্রচারে কোচবিহারে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

0
168

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১টায় কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ উচ্চবিদ্যালয়ের মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। সেই জনসভা করতে আজই বিকেল ৫ টা ৫ মিনিট নাগাদ তিনি কোচবিহার এবিএন শীল কলেজের মাঠে অস্থায়ী হ্যালিপ্যাডে নেমে। সেখান থেকে তিনি কোচবিহারের একটি বেসরকারি হোটেলে যান। সেখানে তিনি থাকবেন বলে জানা গেছে। এদিন কোচবিহার এবিএন শীল কলেজের মাঠে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতীম রায়, দলের চেয়ারম্যান গীরীন্দ্র নাথ বর্মন সহ আরও অনেক নেতৃত্বরা।

মুখ্যমন্ত্রী যখন এবিএন শীল কলেজের মাঠ থেকে বেসরকারি হোটেলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, আমরা সকলের কলেজের মাঠে গিয়েছি। সেখানে হেলিক্যাপটার থেকে নেমে সকল নেতৃত্বদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন,পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলার সকল নেতৃত্বকে এক সাথে যাওয়ার চলার বার্তা দেন।