নিজস্ব সংবাদদাতা, মালদা:—-শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট সম্পন্ন করতে এবারে আসরের নামলো পুখুরিয়া থানার পুলিশ। বিগত দিনের যে এলাকা গুলিতে বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেছিল সেই এলাকাগুলিতে বিশেষ নজরদারির পুলিশ প্রশাসনের। রবিবার সকাল থেকে ড্রোন উড়িয়ে নজরদারি চালানোর কাজ শুরু করে পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী। রতুয়া দুই ব্লকের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে পুলিশের এই নজরদারি। পাশাপাশি কথা বলেন সাধারণ ভোটারদের সাথে। কোনরকম ভয়-ভীতির মধ্যে রয়েছেন কিনা সে বিষয়ে জানতে চান পুলিশ কর্তারা।যাতে করে পঞ্চায়েত নির্বাচনে কোনরকম গন্ডগোল না হয় শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয় করা যায় সেদিকে লক্ষ্য রেখে তৎপরতা পুলিশ প্রশাসনের। ড্রোন উড়িয়ে পরিতক্ত সন্দেহ ভজন এলাকা গুলির জনন নজরদারি চালানো হয় পুলিশ প্রশাসনের তরফে। কোন প্রান্তে যাতে কোনরকম বোমা মজুদ না থাকে সেদিকে লক্ষ্য রেখে নজরদারি চালায় পুলিশ। প্রতিনিয়ত বিভিন্ন প্রান্তে নজরদারি চালিয়ে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানাচ্ছেন পুলিশ কর্তারা
Home রাজ্য উত্তর বাংলা শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট সম্পন্ন করতে এবারে আসরের নামলো পুখুরিয়া থানার পুলিশ।