নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই শুরু হয়ে গেল কেন্দ্র বাহিনী দিয়ে রুটমার্চ। স্পর্শ কাতর বুথ থেকে শুরু হয় এই রুট মার্চ, এরপর কয়েক কিলোমিটার রাস্তায় রুট মার্চ করে কেন্দ্র বাহিনী। উল্লেখ্য ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের একটি বুথ। এলাকাবাসীদের ছোড়া তীরে খুন হয়েছিল তৃণমূলের এক তরতাজা যুবক। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে শুরু হয়ে গেল দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ। যদিও স্থানীয়দের দাবি, ওই ঘটনায় এখনো তাদের আতঙ্ক কাটেনি। তবে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা দেখে অনেকটাই স্বস্তি বলে মনে করছেন স্থানীয়রা। আজ কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চে পা মেলায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার।