উন্নয়নকে হাতিয়ার করে ভোট ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা।

0
193

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-উন্নয়নকে হাতিয়ার করে ভোট ময়দানে নামলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 4 নাম্বার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আনাওন এলাকায় থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি প্রার্থী অলকেশ বর্মন ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থী আব্দুল সাজ্জাদ হোসেন। এই গ্রাম পঞ্চায়েতের নয়টি আসনের মধ্যে নয়টি তৃণমূল কংগ্রেসের দখলে রাখতে পারবে এমনি আশাবাদী করছে প্রার্থীরা।এই গ্রাম পঞ্চায়েতের চতুর্মুখী লড়াই তৃণমূল, বাম, কংগ্রেস, সিপিএম ও নির্দল মধ্য বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে।
পঞ্চায়েত সমিতি প্রার্থী অলিকেশ বর্মন জানান ১০০% গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির উন্নয়নের কে দেখে ভোট দিবে।প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী পথশ্রী,সবুজ সাথি প্রকল্প নিয়ে ভোটারদের থেকে কথা বলে ও মমতা ব্যানার্জি আদর্শ দেখে ভোট দেওয়ার আবেদন করেন।ভোটে জিতার পরে এই এলাকার রাস্তাঘাট,পানীয় জলের সমস্যা মিটাবে বলে দাবি ।