মনিরুল হক, কোচবিহার:- নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু, কয়লা পাচার,লাগাতার দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদল। এবার সেই ভাবমূর্তি পুনরুদ্ধারই করা এখন বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। পঞ্চায়েতে ভোটে দুর্নীতিমুক্ত প্রার্থী বাছতে কোচবিহার থেকে শুরু হয় নবজোয়ার কর্মসূচি। সেই কর্মসূচি রাজ্য জুড়ে পরিচালনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে ঘোষণা হলো পঞ্চায়েত নির্বাচন। সেখানে মনোনয়ন পর্ব শুরু হতেই গোঁজ কাটায় বিদ্ধ হয়েছে শাসকদল। ভোটের টিকিট না পেয়ে দিকে দিকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে গিয়েছেন তৃণমূল কর্মীরা। গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ,সর্বত্রই একই ছবি। এবার তাঁদের উদ্দেশেই কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহার জেলার চান্দামারি প্রাণনাথ হাইস্কুলের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে মমতা জানান, দলের যুব সমাজ এতদিন জেলায় জেলায় ঘুরে প্রার্থী বেছে নেওয়ার কাজ করেছে। তাঁর মতে ৯৯ শতাংশ প্রার্থী বাছাই হয়েছে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ে তুলতে। এরপরও এক শতাংশ প্রার্থী যদি দুর্নীতি করে থাকে, সেই কথা সরাসরি তাঁকে জানানোর জন্য জনসাধারণকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘৯৯ শতাংশ প্রার্থী বাছাই ঠিক হয়েছে। তবে ১ শতাংশ আছে, যাঁরা চুরিও করবে, আবার টিকিটও চাইবে। এটা আমরা হতে দেব না।’
এরপরই দুর্নীতির বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সজাগ করে মমতা বলেন, ‘এবার থেকে পঞ্চায়েত আমরা নিজেরা নিয়ন্ত্রণ করা শুরু করব। আপনারা কাউকে চুরি করতে দেবেন না। কেউ যদি টাকা চায়, ছবি তুলে রাখবেন। এরপর আমাকে পাঠিয়ে দেবেন।’