তৃণমূলের নির্বাচনী ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

0
117

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের নির্বাচনী ব্যানার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়াও পঞ্চায়েত নির্বাচনের দিন বিজেপি মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীদের শাসানোর পাশাপাশি মারধর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের দোগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, এই দিন রাতে ওই এলাকায় বেশ কয়েকজন বিজেপি দুষ্কৃতী তৃণমূল মনোনীত প্রার্থীর নির্বাচনী ব্যানার ছিড়ে দেয়। এরপর বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার দাবিতে এলাকাবাসীদের হুমকি দেওয়ার পাশাপাশি ব্যাপক মারধর করে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটির তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।