মায়ের হয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন দশম শ্রেণীর ছাত্রী মধুমিতা সিংহ।

0
171

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- .যখন বিভিন্ন দল তাদের দেয়াল লেখনের জন্য বিভিন্ন আর্টিস্টদের সাথে টাকার বিনিময়ে দেওয়াল লিখন করে।সেই মুহূর্তে ধরা পড়লো ভিন্ন ছবি।মায়ের হয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন দশম শ্রেণীর ছাত্রী মধুমিতা সিংহ।
গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক দল গুলো যে যার নিজের মতো করে প্রচার চালাচ্ছে জোর কদমে। তার মাঝে অন্য ছবি ধরা পরল এদিন হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েত এলাকায়তে শুরু হয়েছে প্রচার প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার। বিশেষ জোর দিচ্ছেন দেওয়াল লিখনের কাজও প্রায় শেষের পথে।বিভিন্ন রাজনৈতিক দল দেওয়াল লিখনের জন্য বিভিন্ন আটিসদের ব্যবহার করে দেওয়াল লিখনের কাজ করছে বিভিন্ন রাজনৈতিক দল। তারই মধ্যে ভিন্ন চিত্র উঠে আসলো বক্সীনগর এলাকায় এবার মায়ের হয়ে মেয়ে নিজেই দেওয়াল লিখনের কাজ শুরু করেছে।বিভিন্ন আটিসরা এই সময় টাকার বিনিময়ে দেওয়াল লিখনে কাজ করছে।মধুমিতা সিংহের মা রেখা সরকার সিংহ, ভোটে দাড়িয়েছে গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রার্থী হয়ে দারিয়েছে।মধুমিতা সিংহ নিজেই উদ্যোগ নিয়েছেন সে নিজে মায়ের হয়ে দেওয়াল লিখনের কাজ করবে। যদিও তার মা দেওয়াল লিখনের কাজ করতে বারন করে।মধুমিতা সিংহ বলে সে দশম শ্রেণীর ছাত্রী (১৫) ছোটবেলা থেকে আর্টস সিখে আসছে সেই প্রতিভাকে কাজে লাগিয়ে পুরো বুথ জুড়ে নিজেই তার মায়ের হয়ে দেওয়াল লিখছে।যদিও সে নিজে এখনো ভোটার হয়নি।সকলেই এলাকাবাসী এসে দেখছে তার হাতের মায়ের হয়ে দেওয়াল লিখন।