পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের নারায়নগগড়ের শিয়ারা গ্রামে নির্বাচনী গ্রাম সভা আয়োজিত হয়েছিলো বুধবার।সভা শেষে সাংবাদিক দের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্যপালকে বিক্ষোভ দেখিয়ে কি হবে। রাজ্যপাল ভোট দেবেনও না নেবেন না ভোট করবেন ও না। অত্যাচারী মানুষের পাশে দাঁড়াচ্ছেন রাজ্যপাল এটা ওরা সহ্য করতে পারছে না।অন্যদিকে তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে ইডির চিঠি প্রসঙ্গে বলেন,আরো অনেক কিছু দিতে পারে, এমনটাই মন্তব্য করলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ,
এই দিন এই সভায় তৃণমূল ছেড়ে বিজেপিতে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি সহ ৫০০ জন কর্মী দীলিপ ঘোষের হাত যোগদান করেন, এমনটাই দাবি বিজেপির,
যোগদান প্রসঙ্গে বিজেপি উত্তর মণ্ডল সভাপতি সত্যজিৎ দে বলেন, চার নম্বর কুনালপুর অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি পূর্ণচন্দ্রদে সহ ২৭ জন অঞ্চল নেতৃত্ব সভায় এসে যোগদান করেছেন।এবং ৫০০ জন বিজেপিতে যোগদান করলেন দিলীপ ঘোষের হাত ধরে। দীর্ঘ দুই মাস ধরে বিজেপি তে আসার ইছে প্রকাশ করেছিল তাই আজকে যোগদান করানো হলো। পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে এই দিন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনের উপর আঙ্গুল তুলেন তিনি।