হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাগমারা বুথ থেকে প্রায় পঞ্চাশটি পরিবার তৃনমূল ও কংগ্রেস ছেড়ে মিম দলে যোগদান ।

0
176

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —ভোটে জেতার আশায় বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন।চলছে সকাল থেকে রাত পর্যন্ত ভোট প্রচার ও সৌজন্য সাক্ষাৎ।এরই মাঝে চলছে দল ভাঙাগড়ার খেলাও।টিকিট না পেয়ে অনেকেই ইতিমধ্যে দল ছেড়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাগমারা বুথ থেকে প্রায় পঞ্চাশটি পরিবার তৃনমূল ও কংগ্রেস ছেড়ে মিম দলে যোগদান করেন বলে দাবি উত্তর মালদা জেলা সভাপতি নুরসেদ আলমের।নুরসেদ আলম জানান,৯ নং জেলা পরিষদ কুশিদা ও বরুই গ্রাম পঞ্চায়েত থেকে তিনি প্রতিদ্বন্দ্বীতা করছেন।এলাকার মানুষ শাসকদলের প্রতি ক্ষুব্ধ হয়ে দল ছাড়ছেন।মঙ্গলবার তাঁর হাত ধরে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাগমারা বুথ থেকে প্রায় পঞ্চাশটি পরিবার মিম দলে যোগদান করেন।এলাকার মানুষ বিকল্প দল চাইছে,স্বচ্ছ ভাবমূর্তির নেতা চাইছে।তাই কুশিদা ও বরুই গ্রাম পঞ্চায়েতের মানুষ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশাবাদী।