নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত বানপুর পঞ্চায়েতের বিভিন্ন বুথে ফ্লেক্স ব্যানার ভাঙার এবং ছেড়ার অভিযোগ উঠল বিজেপির কর্মীদের ওপর।

0
236

নদীয়া-কৃষ্ণগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- বর্ডার সংলগ্ন বানপুর পঞ্চায়েত বিগত পঞ্চায়েত ভোটে ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস তাই পঞ্চায়েত দখল করে তৃণমূল কংগ্রেস পাঁচ বছরের নিরিখে কমবেশি কাজ করে বানপুর পঞ্চায়েত এ বছরের পঞ্চায়েত ভোটটা একটু অন্যরকম তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ে জেতার জন্য মরিয়া প্রচেষ্টা করে চলেছে দুই পক্ষ দুই পক্ষই ফেস্টুন ব্যানার নিজের নিজের দলের পতাকা লাগিয়ে নেমে পড়েছে ভোটের ময়দানে এবারের ভোটে কম্পিটিশন টা অনেকটা বেশি কার দখলে থাকবে বানপুর পঞ্চায়েত এই নিয়ে চলছে জোর জল্পনা এরই মাঝে কে বা কারা তৃণমূল কংগ্রেসের অনেক কয়টি ব্যানার ফ্লেক্স ছিরে দেয় এবং ভেঙে ফেলে সকাল সকাল তৃণমূল কর্মীরা এসে হতবাক তারা জানায় কাল রাতেও তারা এই ফ্লেস্ক ব্যানার সবই ভালো দেখেছে বানপুর তৃণমূল কংগ্রেস বিজেপির নামে অভিযোগ করলেও বিজেপি অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয় এবং লিখিত অভিযোগ করে