বৃষ্টিকে উপেক্ষা করেই বৃহস্পতিবার বিকেলবেলা বৃষ্টিতে ভিজে ভিজে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার।

0
394

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পঞ্চায়েত ভোট হাতে গোনার আর কয়েকদিন।আর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তোর জোর শুরু করে দিছেন প্রচার করতে। সময় নষ্ট না করে বৃষ্টিকে উপেক্ষা করেই বৃহস্পতিবার বিকেলবেলা বৃষ্টিতে ভিজে ভিজে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। এদিন ৫ নং আসনে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদের প্রার্থীরা হবিবপুর ব্লকের আইহো অঞ্চলে বক্সীনগর ,বারুইপাড়া বুথে সোনামণি মায়ের মন্দিরে পূজো দিয়ে ভোট পূজা দিয়ে ভোট প্রচার শুরু করেন। এদিন ওই মন্দিরে পূজো দিয়ে বৃষ্টিকে অপেক্ষা করে বাড়ি বাড়ি গিয়ে বয়স্কদের আশীর্বাদ নিয়ে ভোট প্রচার করেন গ্রাম পঞ্চায়েতের প্রার্থী অমৃত হালদার, শর্মিলা দাস, পঞ্চায়েত সমিতির প্রার্থী তাপসী বিশ্বাস, সহ জেলা পরিষদের প্রার্থী প্রশান্ত সরকার ভোট প্রচার শুরু করেন। এ বিষয়ে জেলা পরিষদের প্রার্থী বলেন গত পাঁচ বছরে বিজেপির কোন উন্নয়ন করেনি। তাই এবার মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে ও এলাকার উন্নয়ন করতে চান ভোটে জিতে সাধারন মানুষের পাশে দারাতে চান এদিন উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের কর্মীরা।