যত দুর্বৃত্ত সমাজবিরোধী তৃণমূলের নেতা হয়েছেন, তাদের কাছ থেকে বোম বন্দুকের আশা করা ছাড়া কি চাইতে পারেন : দিলীপ ঘোষ।

0
150

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগে শতাধিক কোটির মালিকরা জেলে গেছেন। এবার ৫০ ১০০ কোটি মালিকদের পালা। সময় আসলে সবাইকে যেতে হবে। সায়নী ঘোষকে ইডির তলব প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। তিনি এদিন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নদীয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের আইসতলা এলাকায় চায়ে চর্চায় অংশগ্রহণ করেন। সেখানেই দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেন। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা বর্তমানে নির্বাচনটা কিভাবে পার করা যায় সেটা নিয়ে ভাবছি। আমাদের মূল লক্ষ্য পঞ্চায়েত গুলোকে চোর মুক্ত দুর্নীতিমুক্ত করার। আর যাদের অস্তিত্ব নিয়ে চিন্তাভাবনা তারাই 23 ২৪ ২৬ এর কথা ভাবছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন এখন গোটা রাজ্যজুড়ে একই ঘটনা ঘটছে।। যত দুর্বৃত্ত সমাজবিরোধী তৃণমূলের নেতা হয়েছেন। তাদের কাছ থেকে বোম বন্দুকের আশা করা ছাড়া কি চাইতে পারেন। পুলিশের ভূমিকা নিয়ে তিনি সমালোচনা করেন। তিনি বলেন পুলিশের অনুমতি না পেলে বাধ্য আমাদের আবার আদালতে যেতে হবে।