পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- জানা যায় একটি অ্যাম্বুলেন্স কে রক্ষা করতে গিয়ে ছোটো হাতি গাড়ির ওপরে উঠে পড়ে একটি যাত্রী বোঝাই বাস। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বর্ধমান নবদ্বীপ রোড।
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় দেওয়ানদীঘি থানার পুলিশ।
সূত্র মারফত জানা যায়, আহত হয়েছেন এক মহিলা। বড় কোন হতাহতের খবর নেই। দেওয়ানদীঘি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় বাসটিকে এবং ছোট হাতি গাড়িটিকে। তারপরই আবারও স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয় বর্ধমান নবদ্বীপ রোডে। এক স্থানীয় বাসিন্দা জানান, ছোটা হাতি গাড়িটা নিজের রুটেই চলছিল বাসটির অতিরিক্ত স্পিড ছিল হঠাৎ এই টারনিং এর কাছে যখন বাসটি ছোটাহাতি গাড়ি টিকে ওভারটেক করছিল তখন নবদ্বীপ থেকে বর্ধমানের দিকে আসছিল একটি অ্যাম্বুলেন্স সেই সময় রক্ষা করার জন্য হঠাৎই বাসটি ছোটা হাতি গাড়িটিকে ধাক্কা মারে এবং তার ওপরে উঠে যায়। যদিও একজন মহিলা ছাড়া সেরকম বড় কোন দুর্ঘটনা ঘটেনি। অতিরিক্ত স্পিডের জন্যই ঘটে এই দুর্ঘটনা।
Home রাজ্য দক্ষিণ বাংলা আবারো বড়সড় দুর্ঘটনা পূর্ব বর্ধমানের বর্ধমান ১নং ব্লকের দেওয়ান দিঘি থানার অন্তর্গত...