নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আজ ৩০ শে জুন বিশ্ব ১৬৯ তম হূল দিবস। সেই হুল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ শিল্পী সংগঠন আদিবাসী লোগো শিল্পীর সংগঠনের পক্ষ থেকে হবিবপুর দক্ষিণ শাখার পক্ষ থেকে ৩০শে জুন সিধু কানু স্মরনে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে হুল দিবস পালন করা হয় হবিবপুর ব্লকে। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকো শিল্পী সংগঠনের পক্ষ থেকে মালদায়ের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা মাঠে হুল দিবস পালন করা হয়। এদিন প্রথমে সিধু কানু বিরসা মুন্ডা প্রতিকৃতিতে মাল্যদান করে হুল দিবসের শুভ সূচনা করা হয়।তার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকলেও বৃষ্টির কারণে অনুষ্ঠান বাতিল করা হয় ছোট করে আদিবাসী গানের মধ্যে দিয়ে এই দিনটিকে উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিল্পী সংগঠন আদিবাসী লোগো শিল্পীর সংগঠনের পক্ষ থেকে হবিবপুর দক্ষিণ শাখার সদস্য সহ এলাকার আদিবাসীর সাধারণ মানুষ।
Home রাজ্য উত্তর বাংলা পশ্চিমবঙ্গ আদিবাসী লোকো শিল্পী সংগঠনের পক্ষ থেকে মালদায়ের হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের...