গরু খায় ঘাস ফুল, পুজোয় লাগে পদ্ম ফুল, নদীয়ায় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে কটাক্ষ বিজেপি নেতা রুদ্র নীল ঘোষের।

0
239

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  শনিবার প্রাকৃতিক দূর্যোগ মাথায় নিয়েই পঞ্চায়েত নির্বাচনে কৃষ্ণ নগরের ২৪ নং জেলাপরিষদের বিজেপি প্রার্থী গুরুপদ দের হয়ে কৃষ্ণ নগরের ১নং ব্লকের জোয়ানিয়া পঞ্চায়েতে সুচিয়া ভবানিপুর এলাকায় প্রচারে আসেন রুদ্র নীল ঘোষ।

সেখানেই বক্তব্যে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করতে দেখা গেল তাকে, পাশাপাশি বক্তব্যের শুরু ও শেষে তাকে বলতে শোনা যায় ” গরু খায় ঘাস ফুল, পুজোয় লাগে পদ্ম ফুল “

এ ছাড়াও গতকাল তৃণমূল নেত্রী সায়নী ঘোষের ইডির ডাকে হাজিরা প্রসঙ্গে তিনি বলেন যেমন দীঘা- পুরি গেলে নির্দিষ্ঠ পোশাক পরতে হয় তেমনি তৃণমূলে থাকতে গেলে চুরি করতে হয়, না হলে চোরকে সমর্থন করতে হয়,

এদিন তিনি দলীয় কর্মী ও স্থানীয় দের উদ্দেশ্যে বলেন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে অশান্তি করার চেষ্টা করবে আপনারা সকলে এক হয়ে থাকবেন আর এটা ওরা কেন করবে জানেন কারন আমরা ভদ্র, তাই এবার ওরা কিছু করতে এলে আমরা আর ভদ্র থাকবো না।