দুই দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হবিবপুর ব্লকের আইহো বক্সীনগর বিবেকান্দপল্লী এলাকা।

0
193

নিজস্ব সংবাদদাতা, মালদা-বর্ষা শুরু হতেই নাজে হাল এলাকাবাসী দুই দিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হবিবপুর ব্লকের আইহো বক্সীনগর বিবেকান্দপল্লী এলাকা। জল জমে প্রায় পুকুরের পরিনত হয়েছ। বাধ্য হয়ে সাধারণ মানুষ জল দিয়ে কষ্ট করে চলাচল করছে। এলাকাবাসীর অভিযোগ নিকাশি ব্যবস্থা বেহাল অবস্থা,ড্রেনের ব্যবস্থা না থাকায় বললেই চলে। বর্ষা শুরুতেই এই অবস্থা এখনো বাকি রয়েছে সম্পূর্ণ বর্ষা নামতে।