বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যু দিন পালন করা হলো কল্যানী বিধানচন্দ্র রায়ের স্মৃতি রক্ষা কমিটি পক্ষ থেকে ।

0
431

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বাংলার রূপকার ও নদীয়ার কল্যাণীর স্রষ্ঠা চিকিৎসক ও তিন তিনবারের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যু দিন পালন করা হলো কল্যানী বিধানচন্দ্র রায়ের স্মৃতি রক্ষা কমিটি পক্ষ থেকে পালন করা হলো উপস্থিত ছিলেন কল্যানী পৌরসভার পৌরপতি নিলিমেশ রায়চৌধুরি, কমিটির সভাপতি নৃপেণ চট্টোপাধ্যায়, সহ সভাপতি মনোরঞ্জন ভদ্র সহ চিকিৎসক বিশিষ্ঠ জন উপস্থিত ছিলেন। প্রায় ৪০বছর ধরে ১লা জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন পালন করা হচ্ছে নদীয়ার কল্যানীতে। বাংলার রূপকার ও কল্যানীর স্রষ্টা ডঃ বিধান চন্দ্র রায় তার জন্ম একই দিনে মৃত্যু দিবস 1882 সালের ১লা জুলাই তিনি জন্মগ্রহণ করেন আর ১৯৬২ জুলাই প্রয়াত হন। তার হাতে তৈরী
উপনগরী কল্যাণী তার স্বপ্ন ছিল গড়ে তুলেছিলেন শিল্পনগরী হাসপাতাল বিশ্ববিদ্যালয় । তাই ১লা জুলাই নদীয়ার কল্যনিতে বিধানচন্দ্র রায়ের প্রতি সন্মান, শ্রদ্ধা জানানো হলো।