ডাং এর জোরে ভোট করতে চাইলে ডাং ধরতে হবে : মীনাক্ষী মুখার্জি।

0
147

খয়রাশোল, সেখ ওলি মহম্মদঃ- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারের লক্ষ্যে আজ দুবরাজপুর বিধানসভার খায়রাশোল ব্লকের গোষ্ঠডাঙ্গালে সভা করেন সিপিআইএমের রাজ্য মহিলা নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন “পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা হাতে লাঠি নিয়ে, পুলিশ নিয়ে আমাদের কাছে ভোট চাইতে এসেছিল। গ্রামের মেহনতী মানুষ পরিবর্তনের আশায় ওদের ভোট দিল। তারপরে তৃণমূলের লোক গুলো আমাদের ঘরের ছেলেগুলোর হাতে লাঠি ধরিয়ে দিল। আর ওরা ভোট নিয়ে পঞ্চায়েতে ঢুকে চুরি করতে শুরু করে দিল। টাকা আমার ছিল, টাকা তৃণমূলের নেতার হলো। তৃণমূলের লেঠেল বাহিনী আজ লাঠি, লোহার রড, বোমা গুলো আমার পাড়ার, আপনার পাড়ার বেকার ছেলেগুলোর হাতে তুলে দিল। গোটা সমাজটাকে গুন্ডা করে দিচ্ছে। আমাদের বাড়ির ছেলেগুলো আপনাদের বাড়ির ছেলেগুলো চাকরি করবে না, লাঠি ডাং ধরে মারামারি করবে। দু’নম্বরি জমির দালালি করবে, না গায়ে গতরে খেটে রোজগার করবে? সিদ্ধান্ত আপনাদের কাছে আছে। শাসক দল প্রসঙ্গে জানান, ডাং এর জোরে যদি ভোট করতে চাই তাহলে ডাংই ধরতে হবে। তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে বুথ আগলে ভোট করতে হবে।