দক্ষিন দিনাজপুর জেলায় একদা সি পি এম এর শক্তঘাটি হিসেবে পরিচিত নন্দনপুর এলাকার পোন্দনপুর গ্রাম পঞ্চায়েতে এবারের সি পি এম প্রার্থী মিলন ভৌমিক।

0
199

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  ভোটের বাকি আর মাত্র ৫ দিন। ইতিমধ্যে সব দল জোর কদমে নেমে পড়েছে ভোট প্রচারে। এবারের ভোট একটু আলাদা, একদিকে শাসক দলের পাহাড় প্রমান দুর্নীতি। অন্যদিকে জেলায় বিগত পাচ বছরে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি গুলি শাসক দল ক্ষমতায় থেকেও গ্রাম গঞ্জে অনুন্নয়ন। এগুলিকে হাতিয়ার করেই এলাকা গুলিতে ভোট চাইতে নেমেছে সিপি এম এর বাম প্রার্থীরা।

দক্ষিন দিনাজপুর জেলায় একদা সি পি এম এর শক্তঘাটি হিসেবে পরিচিত নন্দনপুর এলাকার পোন্দনপুর গ্রাম পঞ্চায়েতে এবারের সি পি এম প্রার্থী মিলন ভৌমিক।
সকাল থেকে রাত অবধি নিজের অঞ্চলের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে শাসক দলের এলাকার অনুন্নয়ন কে তুলে ধরে এবারের ভোট টা তাকে দেওয়ার প্রচার চালাচ্ছেন।

পোন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সি পি এম প্রার্থী মিলন ভৌমিক গ্রামের ভোটারদের সাধারন নুন্যতম চাহিদা, পানীয় জল, রাস্তা, নিকাশি, আবাস জোযনা না পাওয়া নিয়ে তাদের মধ্যে জমে থাকা ক্ষোভকেই কাজে লাগিয়ে বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন ত্রিস্তরীয় পঞ্চায়েতে সিপি এম প্রার্থীদের ভোট দেবার আবেদন নিয়ে।

এবারের ভোট প্রচারে বাম প্রার্থী মিলন ভৌমিক সাড়াও পাচ্ছেন ভাল।ছাত্র জীবন থেকেই বাম মতাদর্শে বিশ্বাসি মিলন ভৌমিকের এমনিতেই এলাকায় তার পরিচিতি রয়েছে মানুষের আপনে বিপদে পাশে থাকার। সেদিক দিয়ে প্রচারে গিয়ে ভালই সাড়া পাচ্ছেন তিনি।

মিলন ভৌমিক এ ব্যাপারে নিজেকে কোন ক্রেডিট দিতে নারাজ। তিনি বলেন এ মানুষের পাশে থাকার বিষয়টি কে আমি ভোটে দাড়াবো বলে করিনি। মানবিকতা থেকে করে থাকি। পাশাপাশি ভোটে জিতলে মানুষ ও এলাকার উন্নয়ন তার প্রধান লক্ষ হবে বলে জানান।