নদীয়ার নাকাশিপাড়া বীরপুর ১ নম্বর অঞ্চলের মধ্যপাড়ায় নির্বাচনী প্যান্ডেল করাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা?, আহত বেশ কয়েকজন।

0
239

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনী প্যান্ডেল করাকে কেন্দ্র করে শুরু হয় দুই দলের মধ্যে বচসা। একে অপরকে বেধড়ক মারধরের ঘটনায় আহত বেশ কয়েকজন। ঘটনাটি এদিন নদীয়ার নাকাশিপাড়া বীরপুর ১ নম্বর অঞ্চলের মধ্যপাড়ায়। সিপিএমের অভিযোগ, তারা একটি নির্বাচনী প্যান্ডেল তৈরি করছিলেন সে সময় শাসক দলের নেতাকর্মীরা এসে তাদের হুমকি দেয়। এরপর সিপিএম কর্মী সমর্থকরা, তারই প্রতিবাদ করলে শুরু হয় মারামারি। সিপিএমের অভিযোগ, তাদের বেশ কয়েকজন কর্মীকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূলের কর্মীরা। যদিও সিপিএমের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল। তাদের দাবি, প্রথমে সিপিএম কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায় এছাড়াও বেধড়ক মারধর করে। যদিও দুইদলের এই বচসার ঘটনায় আহত হয় দুই দলেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক। বেশ কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরবর্তীতে চিকিৎসকেরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। এদিন রাতে দুইদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় ছড়িয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। যদিও ঘটনার তদন্তে নাকাশিপাড়া থানার পুলিশ।