ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানের ফুটবল মাঠে বিজেপি ছেড়ে ২৫ টি পরিবার তৃনমূলে যোগদান করল।

0
293

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাজ্যে পঞ্চায়েত ভোট আগামী শনিবার। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল তাদের মতো করে প্রচার করছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তখন দেখা দেখাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দল ছাড়ার হিড়িক। এমনই ছবি ধরা পড়ল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে। রবিবার বিকালে ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানের ফুটবল মাঠে বিজেপি ছেড়ে ২৫ টি পরিবার তৃনমূলে যোগদান করেন।এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়। যদিও এসব বিষয়ে মাথা ঘামাতে নারাজ বিজেপি। তবে লাগাতার দলবদলের প্রভাব ভোটবাক্সে প্রভাব ফেলবে কি না তা বোঝা যাবে সময় এলেই।