পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রতিনিয়ত বয়স বাড়ছে তবে নিজের কাজে বয়স বাড়াকে গুরুত্ব দিতে নারাজ পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর দু’নম্বর অঞ্চলের তৃণমূল প্রার্থী সন্তোষ ঘোড়া। বয়স ৮৫ ছুঁইছুঁই। এই বয়সেও বাড়ি বাড়ি ভোট পাচার খামতি রাখতে চাননি তিনি। ১৯৭৮ সালে প্রথম কংগ্রেসের প্রার্থী রাজনীতিতে এসে প্রথম গ্রাম পঞ্চায়েত ভোটে জয়লাভ করেন আর তারপর থেকে কোন দিনই সন্তোষ বাবুকে হারাতে পারেনি কোন শাসক কিংবা বিরোধী দল। ১৯৮৩ সালে প্রথম অঞ্চল প্রধান তারপর থেকে কখনো প্রধান কখনো বা উপপ্রধান চিয়ারে বিরাজ করতেন সন্তোষ বাবু। বয়স যখন ৮৫ ছুই ছুই এবারেও তিনি তৃণমূলের প্রার্থী। বাড়ি বাড়ি ভোট প্রচার নিজের ব্যানার পোস্টার টাঙ্গানো থেকে সব কিছুতেই নিজেই কোরছেন সন্তোষ বাবু।
Home রাজ্য উত্তর বাংলা ১৯৮৩ সাল থেকেই কখনো প্রধান কখনো উপপ্রধান প্রথমে কংগ্রেস পরে তৃণমূল, এবারেও...