কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোটের আগের ও পরে কোচবিহার জেলায় যে সব বিজেপি কর্মী রাজনৈতিক কারণে খুন হয়েছে বলে দাবি বিজেপির। সে গুলো কোনোটাই রাজনৈতিক খুন নয় এমনটাই দাবি কোচবিহার জেলা পুলিশের। এদিন সাংবাদিক বৈঠক করেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ।
তিনি বলেন,প্রশান্ত রায় বসুনিয়া কোন রাজনৈতিক কারণে খুন হন নি। খুনের দিন প্রশান্ত রায় বসুনিয়ার ঘরে আগ্নেয়াস্ত্র নিয়ে ৪-৫ জন বসে ছিল। তাদের মধ্যে কোন কিছু নিয়ে বিবাদ লাগে। সেই সময় একজন প্রশান্ত রায় বসুনিয়াকে গুলি করে। ঘরেই তার মৃত্যু হয়। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সঞ্জয় রায় ও বাপ্পা মোদক। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্য দিকে বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাস খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে সুজয় দাস নামে একজন। তাকে জিজ্ঞাসা করে জানা যায়। খুনের দিনে শম্ভু দাস, এক নাবালিকা মেয়ে ও সুজয় দাস পাট ক্ষেতের পাশে মদ খেতে বসেছে। সেখানে শম্ভু ও সুজয় ঝামেলা হয়। তারপর শম্ভু দাস খুন হয়। ওই নাবালিকাকে জিজ্ঞাসা বাদ করে জানা যায়, কোচিং সেন্টারের আড়ালে দুই আড়াই বছর ধরে সেক্স র্যাকেট চালাচ্ছে শম্ভু দাস ও সুজয় দাস। শম্ভু দাস খুনের ঘটনায় কোন রাজনৈতিক দলের সম্পর্ক নেই বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ।