বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর হালদার পাড়ায় তৃণমূলের নির্বাচনী প্রচারের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে শোরগোল।

0
117

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচন ঘিরে সন্ত্রাসের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বৃষ্টির রাতে তৃণমূলের নির্বাচনী প্রচারের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে শোরগোল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর হালদার পাড়ার ঘটনা। অভিযোগ, নির্বাচনী প্রচারে ব্যবহৃত এলাকা জুড়ে লাগানো তৃণমূলের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এলাকা থেকে প্রায় একশো মিটার দূরে জলের মধ্যে ফেলে দেওয়া হয় সেগুলি। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।