পঞ্চায়েত নির্বাচনের মুখে গ্রাম পঞ্চায়েতের দুই প্রার্থী যোগদান করল তৃণমূল কংগ্রেসে, পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

0
190

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পঞ্চায়েত নির্বাচনের মুখে গ্রাম পঞ্চায়েতের দুই প্রার্থী যোগদান করল তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
দলীয় প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার মালদার ইংলিশ বাজারের যদুপুর বাইপাস এলাকায় এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, বিধায়ক সমর মুখার্জি সহ অন্যান্যরা। জানা যায় এদিন এই জনসভা মঞ্চ থেকে কাজিগ্রাম অঞ্চলের সিপিএমের প্রার্থী শিল্পী রায় এবং মহদীপুর অঞ্চলের নির্দল প্রার্থী নুরুল নেহা তৃণমূল কংগ্রেসে যোগদান করে । তাদের হাতে পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।