ইডির তলব এড়িয়ে নির্বাচনী প্রচারে সায়নি ঘোষ।

0
137

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ইডির তলব করার পর দীর্ঘদিন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে ভোট প্রচারে দেখা যায়নি। ইতিমধ্যেই ইডির ১১ ঘণ্টার জেরার মুখোমুখি হয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ। তাই নির্বাচনী প্রচারের অজুহাত দেখিয়ে আইনজীবী মারফত চিঠি পাঠান ইডির দপ্তরে। আজ তাকে ভোট প্রচারে দেখতে পাওয়া যায় পূর্ব বর্ধমান জেলার গোলসিতে। ইডির জেরার পর তিনি জানিয়েছিলেন ২৪ ঘন্টা যদি তাকে জেরা করা হয় তাকেও তিনি রাজি। তাহলে হাজিরায় অভয় দিয়েও কেন গেলেন না সায়নি ঘোষ,ভয় পেলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ বলেন, যে কোন রকম কেন্দ্রীয় সংস্থার সাথে সহযোগিতা করতে আমি চাই। কারণ আমি জানি যে কোন রকম তদন্তের গুরুত্ব কতখানি। আমি আগের দিন ওনাদেরকে জানিয়েছিলাম যে নির্বাচনী প্রচারের জন্য আমাকে কিছুদিন রেহাই দেয়া হোক। ভোট মেডিকেলে তারপর যখন ডাকবেন তখন সশরীর উপস্থিত থাকবো। যে তথ্যগুলি আমার কাছ থেকে চাওয়া হয়েছিল সেগুলো আমি পাঠিয়ে দিয়েছি আশা করছি উনারা যাচাই করে দেখবেন