মালদার মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর এলাকায় নির্দল প্রার্থীদের সমর্থনে প্রচার মিছিল।

0
105

নিজস্ব সংবাদদাতা, মালদা: আমরা প্রত্যেকে কোন না কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম। কিন্তু আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে, রাস্তাঘাট পানীয় জল বহু সমস্যা রয়েছে এলাকায়। তাই নির্দল হয়ে দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে লড়াই করছে আমাদের প্রার্থীরা। বুধবার মালদার মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর এলাকায় নির্দল প্রার্থীদের সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিলে অংশ নিয়ে এই বার্তায় তুলে ধরলেন নির্দল সমর্থিত সামিউল ইসলাম, মোঃ জালাল খানরা। জানা যায় বুধবার মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর সহ একাধিক এলাকায় মালদা জেলা পরিষদের ২৯ নম্বর আসনের নির্দল মনোনীত প্রার্থী মোসাঃ ফারিদা ইয়াসমিন সহ গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়েছিল। কয়েক হাজার নির্দল সমর্থিত কর্মী সমর্থক অংশ নিয়েছিল মিছিলে। মিছিলে ব্যাপক সাড়া মিলে। এই বিষয়ে নির্দল সমর্থিত সামিউল ইসলাম জানান, বিগত বছর গুলিতে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। রাস্তাঘাট পানীয় জলের সমস্যা রয়েছে। এই সমস্ত বিষয়কে তুলে ধরে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি। আমরা প্রত্যেকে কোন না কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম। টাকার বিনিময়ে আমাদের টিকিট দিতে চেয়েছিল। আমরা তাতে রাজি হয়নি। তার পরেই দল বদলুদের রাতা রাতি প্রার্থী পদে ঘোষণা করে তাই আমরা চাই স্বচ্ছ রাজনীতি এবং দুর্নীতিমুক্ত সমাজ। তাই মানুষের আশীর্বাদে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আমরা নির্দল প্রার্থী দাঁড় করিয়েছি। মানুষের ব্যাপক সাড়া মিলছে। জেতার ব্যাপারে আমরা ১০০ শতাংশ আশাবাদী।