পঞ্চায়েত নির্বাচনের শেষ দিন বালুরঘাটে প্রচারে বিধায় অশোক কুমার লাহিড়ী।

0
95

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের শেষ দিন উঠেছে বালুরঘাটের বিধায় অশোক কুমার লাহিড়ী। এতে সকাল থেকে প্রচার চালাচ্ছেন হিলিব ব্লক জুড়ে।কখনো তাকে দেখা যাচ্ছে মিছিল করতে দেখা আছে প্রার্থীকে সঙ্গে নিয়ে সমর্থন চাইতে। তার একটাই দাবি হিলি ব্লকে ধলপাড়া জিপিতে তৃনমুল প্রার্থী দের হাড়িয়ে বিজেপি কে প্রতিষ্ঠত করা।বাবু প্রচারে বেরিয়ে সামনে তুলে ধরেন প্রকল্পগুলির কথা, তিনি বলেন বাংলায় মমতা ব্যানার্জি যে সকল প্রকল্প চালু করেছেন বেশিরভাগই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকল্প। বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্প গুলি আরো ভালোভাবে রাজ্যের মানুষ বেশি উপকৃত হবে।তৃনমুল চায় না পশ্চিম বাংলা তে বিজেপি আসুক।তাহুলে তৃনমুল এর গোমড় ফাস হয়ে যাবে,সেকারনে বাংলায় দাংগা লাগিয়ে বিজেপি কে কালিমা লিপ্ত করছে। মিথ্যা রটনা তৃণমূল এর বিরুদ্ধে কোনো সড়যন্ত্রে পা নাদিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে এবারের পঞ্চায়েত ভোটে বিজেপি মনোনিত প্রত্যেক প্রার্থী কে জয়ি করার কথা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here