বিজেপির ‘স্টার ক্যাম্পেনার’ রাজ্যপাল সিভি আনন্দ বোস! দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

0
177

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – বৃহস্পতিবার বাঁকুড়ার শালতোড়ার পাবড়া মোড়ে দলের এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন ওই প্রসঙ্গে বলতে গিয়ে আরো বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ‘তিন বছরে বাচ্ছা এমপি’ দলের রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার থেকে দিলীপ ঘোষ কেউই ‘বাজারে খাচ্ছেনা’। তাই বাজারে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ‘বাজারে নামিয়েছে’। একই সঙ্গে রাজভবনে বিজেপির ‘গুণ্ডাদের জায়গা দেওয়া হয়েছে’ বলেও তিনি দাবি করেন।

তৃণমূল সাংসদ-আইনজীবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি, সাংসদ সৌমিত্র খাঁ বলেন, সিঙ্গুর আন্দোলনের সময় তৎকালীন রাজ্যপাল তৃণমূলের পাশে না দাঁড়ালে পুরো দলটাই মুছে যেত। বর্তমান রাজ্যপাল বাংলার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে রাজ্যে ৩৫৫ ধারা জারি জরুরী বলে তিনি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here