পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ৮ই জুলাই অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই শেষ হয়েছে নির্বাচনী প্রচার। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করা হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের সভাপতি দেবু টুডু, রাজ্য তৃনমূল কংগ্রেসের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শেষ হয়েছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার যাত্রার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে গেছেন। এই নবোজোয়ার যাত্রার মাধ্যমে আমরা মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের সভাপতি দেবু টুডু বলেন, বিজেপি শুধুমাত্র মানুষকে ভাঁওতা দেয়। কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করে। আমাদের দল থেকে বেরিয়ে যারা নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারন সম্পাদক পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদের দলে নেওয়া হবে না।