পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ প্রতীক্ষার ভোট উৎসব প্রায় শেষ বহু ভোট কেন্দ্র থেকেই ইতিমধ্যে শিল হয়ে ভোটের ব্যালট বাক্স গণনা কেন্দ্রে ইতি মধ্যে পৌঁছে গিয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ব্যালট বাক্স গুলি ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কেটিপিপি হাই স্কুল যেখানে ভোট গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রে কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে থাকছে ব্যালট বক্স। ১১ তারিখ পঞ্চায়েত প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে। কারা ভোট গড়বে, সেই অপেক্ষায় পাখির চোখ গণনার দিন পর্যন্ত।
Home রাজ্য দক্ষিণ বাংলা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বলয় ভোটের গণনা কেন্দ্রে ঢুকলো ব্যালট বাক্স।