ভোট পর্বের শেষ বলায় উত্তপ্ত বৈকুন্ঠপুর টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৮৮ এবং ২৮৭ নম্বর বুথ।

0
138

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- সকালবেলা থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল এই বৈকন্ঠপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৮৮ এবং ২৮৭ নম্বর বুথে। সকালবেলা থেকে সাধারণ ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায় এই বুথে। কিন্তু শেষ বেলায় হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে বৈকন্ঠপুর 2 গ্রাম পঞ্চায়েতের ২৮৮ এবং ২৮৭ নম্বর বুথ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয় বিজেপির কিছু কর্মীরা ২৮৮ নাম্বার বুথের ভোট বাক্স লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী শক্তিপদ পাল টাকায় তারা ব্যর্থ হয় ভোট বাক্স লুট করে নিয়ে পালাতে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী শক্তিপদ পাল বলেন, সকালবেলা থেকেই শান্তিপূর্ণ ভোট হচ্ছিল এই বুথ দুটিতে হঠাৎই বিজেপির নেতারা বহিরাগত কিছু ছেলেকে নিয়ে এসে ২৮৮ নাম্বার বুথের ভোট বাক্স লুট করে পালিয়ে যেতে চায়। আমরা হাতেনাতে ধরে ফেলি।

অন্যদিকে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ বলেন, সারা রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের অশান্তিতে ১৫ জন বলি হয়েছেন তাতেও যদি তৃণমূল কংগ্রেস বলে বিজেপি ভোট লুট করেছে এইরকম অপবাদ দেয় তাহলে আর বলার কিছু নেই। গোপালনগর এই এলাকায় সকালবেলা থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছাপ্পা চালাচ্ছিল তাতেই আমাদের কর্মীরা এবং বুট এজেন্টরা সবর হন। যেখানে মহামান্য হাইকোর্ট বলে দিয়েছে যে বুথে কেন্দ্র বাহিনী থাকবে এখানে সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে ভোট হচ্ছে।