সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের রায়না। ঘটনায় চারজন আহত হয়েছে। রায়নার পলাশনের মাঠনুরপুরের ১৩৯ নম্বর বুথের ঘটনা।

0
191

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-   রায়নার পলাশনের মাঠনুরপুরের ১৩৯ নম্বর বুথের সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের রায়না। ঘটনায় চারজন আহত হয়েছে। রায়নার পলাশনের মাঠনুরপুরের ১৩৯ নম্বর বুথের ঘটনা। সিপিএমের অভিযোগ, পলাশনের মাঠনুরপুরের ১৩৯ নং বুথে সিপিএমের এজেন্ট বসতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বাধা দেয়।ফলে দুই পক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এরপরেই শুরু হয় হাতাহাতি। লাঠি রড নিয়ে মারামারি। ঘটনায় চার জন আহত হয়। একজনের মাথা হাত ফেটে যায়।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ এদিন তারা এজেন্ট বসাতে গেলে সিপিএমের দুষ্কৃতীরা বাধা দেয়। তারা প্রতিবাদ করতে গেলে তাদের লাঠি বাঁশ দিয়ে পেটাতে শুরু করে।

গ্রামবাসীদের অভিযোগ, তারা সুষ্ঠভাবে নির্বাচন চায়। কিন্তু গ্রামবাসীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছে।