নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভোট পরবর্তী হিংসা ব্যাপক আকার নিল রানাঘাট এক নম্বর ব্লকের আনুলিয়া গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ক্ষুদিরাম বর্মণের বাড়িতে ব্যাপক ভাংচুর চালায় শাসক দলের দুষ্কৃতীরা। প্রাণভয়ে ক্ষুদিরাম বর্মণ বর্তমানে গ্রামছাড়া। আনুলিয়া অঞ্চলের আরো ১০ থেকে ১২টি বিজেপি সদস্য সমর্থকদের বাড়িতে চড়াও হয় শাসকদলের দুষ্কৃতীরা।করে যথেচ্ছ ভাঙচুর। আতঙ্কে বাড়ি ছাড়া বিজেপির সদস্য সমর্থকদের বাড়ির লোকেরা। রাতভর শাসকদলের দুষ্কৃতীরা এই দৌরাত্ম্য চালিয়েছে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এক্ষেত্রে পুলিশকে বার বার জানানোর সত্ত্বেও পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। আহত ব্যক্তিরা প্রাণভয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসা করার পরিবর্তে কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে গিয়ে ভর্তি হয়। ভোট পরবর্তী পর্যায়ে গোটা আনুলিয়া অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ।শাসক দলের রোশের হাত থেকে রেহাই পায়নি সাধারণ গ্রামবাসীরাও। আজ আনুলিয়া অঞ্চলে আক্রান্ত দলীয় সমর্থক প্রার্থী ও সদস্যদের পাশে দাঁড়াতে ওই অঞ্চলে যায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও বিজেপি জেলা সভাপতি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।