দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার তপনের দাউদপুর এলাকায় গতকাল রাত থেকে বোমাবাজির অভিযোগ উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। এলাকার একাধিক ভোটারদের অভিযোগ ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে তাদের। এরপরই সোমবার সকালে তপন এর দাউদপুর এলাকায় পৌঁছালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।। ভোটারদের আশ্বস্ত করার পাশাপাশি ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বললেন। এলাকার ভোটাররা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন সুকান্ত মজুমদারের কাছে।