রাজ্য বিজেপির সভাপতিকে ঘিরে শাসক দলের কর্মীদের বিক্ষোভ, উঠলো গোব্যাক স্লোগান।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-  রাজ্য বিজেপির সভাপতিকে ঘিরে শাসক দলের কর্মীদের বিক্ষোভ। উঠলো গোব্যাক স্লোগান। পালটা প্রতিবাদ জানিয়ে পুননির্বাচনকে ঘিরে তৃনমুলের দাদাগিরি ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুরের রাঘবপুরে। সুকান্ত মজুমদারের অভিযোগ, সকাল থেকেই তাদের কাছে খবর আসছিল তৃনমুল কংগ্রেস রাস্তা আটকে কোন ভোটারকেই বুথে আসতে দিচ্ছে না। আমরা দির থেকে বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে আসতেই তাদেরকে ঘিরে ধরে হেনস্থ্যা করা হয়। যারা এসব করছে তারা বেশিরভাগ বহিরাগত। পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না।উলটে পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করছে মিথ্যে মামলা দিয়ে। এর প্রতিবাদে তারা এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি। সুকান্ত জানিয়েছেন পুরো ব্যাপারটি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তারা কোন ব্যবস্থ্যা নিলে এই গুলি বোমা কান্ডের জন্য তারা এন আই এ তদন্তের দাবি জানাবো, বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *