তপন, নিজস্ব সংবাদদাতা: – ভোট পরবর্তী হিংসা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।ঘটনায় রীতিমতো আতঙ্কিত তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুরের বাসিন্দারা।তাদের অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে এলাকায়। দেওয়া হয় এলাকার মানুষজনকে হুমকি। গ্রামবাসীরা তপন থানায় একাধিকবার বিষয়টি জানালেওপুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি বলে অভিযোগ। এমতো অবস্থায় সোমবার পুনঃনির্বাচনের দিনেও আতঙ্কিত রয়েছেন এলাকার বাসিন্দারা।এদিন পুলিশ কর্মীরা ওই এলাকায় টহল দিতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষজন।
কুশমণ্ডি 122 নং বুথে সিসিটিভি না থাকায় ভোট গ্রহন বন্ধ।
Leave a Reply