নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভোট হিংসায় বোমার আঘাতে মৃত্যু হল আরও এক সিপিআইএম কর্মীর। বোমার আঘাতে জখম হয়ে হাসপাতালে দুইদিন ভর্তি থাকার মৃত্যু হল সিপিআইএম প্রার্থীর শশুর শুকুর আলী শেখের। গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন নদীয়ার কৃষ্ণনগর কোতয়ালী থানার ভালুকা আনন্দবাসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি ও মারধর করে বলে অভিযোগ। সেই বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হয়। দুদিন ধরে চিকিৎসা চলার পর শুকুর আলী সেখের মৃত্যু হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে শুকুর আলীর পরিবার। তবে তিনি একজন সিপিএম কর্মী হিসেবে পরিচিত। আনন্দবাস এলাকার ২৩২ নম্বর বুথের সিপিআইএম প্রার্থী তার বৌমা সৌমিতা বিবি। সিপিএম কর্মীর মৃত্যুর পর তদন্ত কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ।