পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি চলছে কালিয়াগঞ্জ ডি সি আর সিতে।

0
313

কালিয়াগঞ্জ, নিজস্ব সংবাদদাতাঃ- নির্বাচনের পর এবার পালা ভোট গণনার। কালিয়াগঞ্জ ব্লকের ডি সি আর সি কেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা।

কেন্দ্র বাহিনী ও পশ্চিমবঙ্গ পুলিশের সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে এদিন ঘিরে ফেলা হয় কালিয়াগঞ্জ ডি সি আর সি চত্বর। প্রার্থী ও পোলিং এজেন্ট দের নিরাপত্তা চেকিং করে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়৷

কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমেতির ও জেলা পরিষদ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনের ফলাফল গণনা কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয় কালিয়াগঞ্জ আইটিআই কলেজ । কালিয়াগঞ্জ আইটিআই কলেজ প্রাঙ্গণে হবে ভোট গণনা। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও পোলিং এজেন্টরা ডি সি আর সিতে আসা শুরু করেছে।

গালা সিল বন্ধ ব্যালট বাক্স এক এক করে খুলে ভোট গণনা করা হবে। প্রত্যকটি মানুষ ৩টি করে প্রার্থীকে ভোট দিয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমেতির ও জেলা পরিষদ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনের ফলাফল গণনা করা হবে।এবারের আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্য থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর টানটান উত্তেজনা। এবারে কার পঞ্চায়েত দখল হবে। কোন রাজনৈতিক দল পঞ্চায়েত দখল করতে পারবে। প্রতিটি প্রার্থী অপেক্ষায় আছে।এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের প্রথম রাউন্ডের ফাইনাল রিপোর্ট কালিয়াগঞ্জ এর মোট আটটি গ্রাম পঞ্চায়েত, অনন্তপুর ১৩টা tmc,বিজেপি ৮,ভান্ডার গ্রাম পঞ্চায়েত, ১১tmc,বিজেপি ১২,ধনকল গ্রাম পঞ্চায়েত, ১১তৃণমূল, বিজেপির ১২,সিপিএমের ২টা,নির্দল ২টা।রাধিকাপুর তৃণমূল কংগ্রেস 8 বিজেপি 12 সিপিআইএম 2 কংগ্রেস 2 নির্দল 1,বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, ১০তৃণমূল কংগ্রেস, বিজেপি ১১,সিপিএম১,১ নির্দল। মোস্তফা নগর গ্রাম পঞ্চায়েত ১৩তৃণমূল, ৮বিজেপি, সিপিএম ২,নির্দল ৩,।মালগাও গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস ১১,বিজেপি ১১,সিপিএম ১,নির্দল ৪।বরুণা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস ১২,বিজেপি ৯,নির্দল ১।