পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আটই জুলাই অনুষ্ঠিত হয়েছিল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ১১ ই জুলাই অর্থাৎ আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। বর্ধমান এক নম্বর ব্লকের বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ভোট গণনা। ব্যালট বাক্স খোলার পর থেকেই একের পর এক আসনে জয় যুক্ত হতে থাকে তৃণমূল কংগ্রেস। কার্য তো বর্ধমান এক নম্বর ব্লক বিরোধী শূন্য হয়ে পড়ে। বর্ধমান ১ নম্বর ব্লকের প্রার্থী কাকলি তা গুপ্ত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী মানস ভট্টাচার্য বিপুল ভোটে জয়যুক্ত হলেন। তারপরই কার্যত উচ্ছ্বাসে ফেটে পরেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মানস ভট্টাচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রার মধ্যে দিয়ে আমাদের এই অভূতপূর্ব জয়। বিরোধীরা সব সময় কুৎসা প্রচার করবে কিন্তু তৃণমূল কংগ্রেস উন্নয়নে বিশ্বাস করে। তাই সাধারণ মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন।