নিজস্ব সংবাদদাতা, হবিবপুর —বিজেপির কাউন্টিং এজেন্টের পরিবারের উপর হামলা ও মারধরের অভিযোগ তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে, ঘটনাট হবিবপুর থানার মঙ্গলপুরা অঞ্চলের শিশুডাঙ্গা এলাকায় জানা গিয়েছে পরিবারের স্ত্রী ও দুই মেয়ে বাড়িতে থাকায় অবস্থায় এদিন রাত্রি আট্টা নাগাত তৃণমূলের কর্মীরা পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ায় পরে এলাকায় বাজি ফাটানোর সময় হঠাৎ ওই বিজেপির কাউন্টািং এজেন্টের বাড়ি দিকে বাজি ছুটতে থাকে। সেই বাজি বিজেপির কাউন্টিং এজেন্টে বাড়ির ভেতরে চালাতে থাকে বলে অভিযোগ সেই ভিডিও করতে যায় তার মেয়ে নাপিসা সে সময় বাড়িতে ঢুকে মারধোর ও বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।তড়িঘড়ি এলাকাবাসী জানতে পেরে ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হসপিটাল নিয়ে আছে পরিবারের লোকজন।এ বিষয়ে বিজেপির পোলিং এজেন্ট আতাউল রহোমানের স্ত্রী রাসুনাড়া খাতুন জানান তৃণমূলের বিজয় মিছিল গ্রামের মধ্যে করার সময় তাদের বাড়ির লক্ষ্য করে বাড়ির মধ্যে বাজি ফাটানো হয়। তাদের বাড়ির উপর চড়াও হয় বাড়ি ভাঙচুর করা হয় তার মেয়ে নাপিসা আসমিনের উপরে মারধর করে বাজে ভাষায় গালাগালি করে বলে অভিযোগ।এবিষয়ে তৃণমূল কংগ্রেসের মঙ্গলপুরা অঞ্চল সভাপতি মিঠুন মন্ডল বলেন,এমন কোন ঘটনা ঘটেনি বিজয় মিছিল হছিলো সে সময় হয়তো কোন বাজি ছিটকে পরে হয়তো আর যে সব কথা বছে বিজেপির সাজানো গল্প।
Home রাজ্য উত্তর বাংলা বিজেপির কাউন্টিং এজেন্টের পরিবারের উপর হামলা ও মারধরের অভিযোগ তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে।