ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি, বিক্ষোভে ছাত্র-ছাত্রীরা।

0
196

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরে বেসরকারি কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ। আজ এই কলেজেরই কর্তৃপক্ষের বিরুদ্ধে শরব ভাই কলেজ পড়ুয়ার। কলেজের গেটের সামনে বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে দীর্ঘক্ষন। অতিরিক্ত ফি কেন নেয়া হচ্ছে জবাব চাই, ফোনে কেরিয়ার নষ্ট করার হুমকি কেন দেওয়া হচ্ছে জবাব চাই, আমাদের এটেন্ডেন্সের টাকা কারা খাচ্ছে জবাব চাই বেশকিছু প্লাকেট হাতে হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রছাত্রীরা। তারপরই সেখানে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। যদিও তারা তাদের প্রতিবাদ চালিয়ে যেতে থাকে। যতক্ষণ না কলেজ কর্তৃপক্ষ তাদের এই বিভিন্ন জোর জবরদস্তি টাকা আদায়ের যে কার্যক্রম তা পরিত্যাগ করবেন তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারপর তারা উপস্থিত হয় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের অফিসের সামনে সেখানেও তারা বিক্ষোভের শামিল হন। তারা কথা বলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের সাথে। সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়া শ্রীজা ব্যানার্জি বলেন, টাকা নিয়ে আমাদের অ্যাডমিট দেওয়া হচ্ছে। যারা কোনদিন কলেজে আসেই না তাদের প্রচুর পরিমাণে অ্যাটেনডেন্স বাড়ি দেওয়া হয়েছে। কিন্তু যারা প্রতিদিন কলেজে আসে তাদের অ্যাটেনডেন্স কমিয়ে দেওয়া হচ্ছে। ১৮ তারিখে আমাদের পরীক্ষা এখনো পর্যন্ত আমাদের এডমিট কার্ড দেওয়া হয়নি। তাই আমরা কলেজ কর্তৃপক্ষের এ হেনো আচরনে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদের সরব হয়েছি।