তিস্তা এবং জলঢাকা নদীতে লাল বিপদ সংকেত, জলে ভাসছে এথেলবাড়ী।

0
432

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- তিস্তা এবং জলঢাকা নদীতে লাল বিপদ সংকেত, জলে ভাসছে এথেলবাড়ী। ছিলো ভারী বৃষ্টির সতর্কতা, জলে ভাসছে বাংলাদেশ ভুটানের যোগাযোগ রক্ষাকারী এশিয়ান হাইওয়ে, তিস্তা, জলঢাকায় জারী লাল বিপদ সংকেত।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস আগে থেকেই দেওয়া ছিলো, বুধবার রাত থেকে তাঁর প্রতিফলন দেখা ডুয়ার্স সহ্ জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যে তিস্তা এবং জলঢাকা নদীর অসুরক্ষিত এলাকায় জারী করা হয়েছে লাল বিপদ সংকেত, বাংলাদেশ — ভুটান এর মধ্যে ব্যাবসায়িক সংযোগের অন্যতম এশিয়ান হাইওয়ের এথেলবাড়ি সংলগ্ন রাস্তার ওপর দিয়ে বইছে জল, যার ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক যাতায়াত । বিরপারার সঙ্গে এথেলবারির যোগাযোগ ও ভেঙে পরেছে অতি বৃস্টির কারণে।
বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির কেন্দ্রীয় ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পাহাড় এবং সমতলে চলা অবিরাম বৃষ্টিপাতের কারণে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী গুলোর জলস্তর ক্রমশ বাড়ছে, গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে,৩৭.৭০, শিলিগুড়ি, ১২৫.৬০, বানারহাটে ২৯০ মিলিমিটার। এই পরিমাণ বৃষ্টির কারণে ইতিমধ্যেই বানার হাটে দেখা দিয়েছে হরপা বানের প্রকোপ, ছোটো বড় পাহাড়ী ঝোরা গুলতেও নেমে এসেছে ব্যাপক জলের স্রোত।
জলঢাকা নদী সংলগ্ন এন এইচ ৩১ নম্বর এবং তিস্তা নদীর দমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসুরক্ষিত এলাকায় জারী করা হয়েছে লাল বিপদ সংকেত।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধিকারিক আজগর আলী জানান,
তিস্তা, জলঢাকা নদীতে লাল সংকেত জারী রয়েছে, তবে বেস কিছু নদীর জলস্তর কমছে।