নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোটে ওই বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোটের দিন ভোর বেলায় আতঙ্ক ও তীব্র মানসিক চাপে ছিলেন তিনি, এমনই অভিযোগ পরিবারের। গত ৮ তারিখ ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। গতকাল রাত ৯ টা বেজে ২০ মিনিটে মারা যান তিনি। যদিও বিডিওর বিরুদ্ধে হয়রানির অভিযোগ পরিবারের। পাশাপাশি পরিবারের আরও অভিযোগ, বিডিওকে শারিরীক অসুস্থতার কথা জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি বিডিও। তার পরেও ওই রিসার্ভ প্রিসাইডিং অফিসার কে ডিউটিতে পাঠানো হয়। নন্দলালপুর এস এস কে তে নিযুক্ত PRO রেবতী মোহন বিশ্বাস, সহকারী শিক্ষক নদিয়ার হাঁসপুকুরিয়া পিঠের। আজ তার মৃতদেহ বাড়িতে পৌঁছানো মাত্রই কান্নায় ভেঙে পড়ে তার গোটা পরিবার। অন্যদিকে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
Home রাজ্য দক্ষিণ বাংলা মৃত্যু হলো নদীয়ার করিমপুর ১ নম্বর ১৩৪ নম্বর পোলিং সেন্টারের প্রিসাইডিং অফিসার...