উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-সবুজ ঝড়, বিরোধী শুন্য কালিয়াগঞ্জ জেলা পরিষদ , ২৪টি পঞ্চায়েত সমিতির দখল নিলো ১৪টি আসনে তৃনমূল,জয়ী নতুন পুরাতন প্রার্থীরা।১১তারিখে
সকাল সাড়ে আটটা থেকে পঞ্চায়েত নির্বাচন শুরু হয় দুদিন ধরে হয়।
বৃষ্টি ভেজা ফাঁকা গণনা কেন্দ্রের বসে রইলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
এভাবেই সমাপ্ত হলো কালিয়াগঞ্জ টেকনিক্যাল কলেজের পঞ্চায়েত ভোট গণনা।
এবারেও কালিয়াগঞ্জ জেলা পরিষদ নিজেদের দখলে রেখেছে তৃনমূল কংগ্রেস, তবে উঠে এসেছে নতুন নতুন মুখ,যার মধ্যে অন্যতম সদর ব্লকের জেলা পরিষদ আসনে জয়ী নিতাই বৈশ্য ব্লক সভাপতি ছিলেন।এছাড়াও আরো দুটি আসনে জয়ী হয় রামদেব সাহানি ও লতা সরকার এবারেরই প্রথম জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন তিন জন রাজনৈতিক ময়দানে,
জেলা পরিষদের তিন টি আসনেই জয়ী হয়েছে তৃনমূল কংগ্রেস দলের প্রার্থীরা।
এরই সঙ্গে ২৪টি আসনে ১৪টি আসনে পঞ্চায়েত সমিতির দখলে নিজের হাতে রাখতে পেরেছে তৃনমূল কংগ্রেস দল।
সব মিলিয়ে সারা জেলায় তৃণমূল বাজিমাত পরলো।