পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনায় আবারো উঠলো কয়েক লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ। এই দিন দীঘা মোহনায় প্রচুর পরিমাণে তেলাপোলা মাছ উঠলো।হালকা বৃষ্টির সাথে সাথে যেমন প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠল সাথে সাথে তেলিয়া ভোলা মাছ দেখা গেল দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে। বিশালাকার তেলিয়া ভালা মাছ দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ থেকে পর্যটকেরা। তেলিয়া ভোলা মাছ সাধারণত বিদেশে রপ্তানি করা হয় বিভিন্ন ধরনের মেডিসিন ও বিভিন্ন বৈজ্ঞানিক কাজে লাগে এই মাছ। রুপালী শস্য ইলিশের সাথে সাথে এই মাছের দামের গুরুত্বও কমনয়। তেলিয়া ভোলা মাছ ওঠায় ভাগ্য ফিরেছে মৎস্য জীবীদের। সাধারণত তেলিয়া মাছ নিলামে কয়েক লক্ষ টাকা দামে বিক্রি করা হয়।