পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর দুই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ছিল ১৫টি, যার মধ্যে তৃণমূল জয় লাভ করে ৮ টি, বিজেপি জয়লাভ করে পাঁচটি ও CPI(M) জয় লাভ করে একটি এবং কংগ্রেস জয় লাভ করে একটি। ১৯৮৭ সাল থেকে সিপিএমের সদস্য ছিলেন ও পাঁশকুড়া এরিয়া কমিটির সিপিএমের বর্তমান সদস্য শেখ শাজাহান আলী। বৃহস্পতিবার পাঁশকুড়ায় তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করে ছিলেন এই CPI(M)র জয়ী প্রার্থী। এই যোগদানে ঘিরে গতকালই বিক্ষোভ দেখিয়ে ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবং তার পরেই মেজাজ হারান সৌমেন মহাপাত্র। ক্ষোভ দেখানো তৃণমূল কর্মীদের তিনি বলেন তার বাড়ির সীমানায় না আসতে। গত কালই শাহজাহান আলী তৃণমূলের পতাকা হাতে নেন, শুক্রবার সিপিআইএম জেলা কমিটির নেতৃত্ব নিরঞ্জন সিহির হাত ধরে ফের সিপিআইএম দলে যোগদান করেন তিনি।এইদিন তিনি জানান তাকে বিভিন্ন প্রলোভন দেখি তৃণমূলে যোগদান করানো হয়েছিল। শুক্রবার সকালে তিনি সিপিএমের দলীয় নেতৃত্বদের সাথে কথা বলে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে সিপিএমের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলে ফেরার কথা জানালেন সাংবাদিকদের সামনে।চৈতন্যপুর ২ গ্রাম পঞ্চায়েতের বোর্ডটি তৃণমূলের দখলে রাখার কারণেই এই প্রার্থী কে প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করা হয়েছিল এমনটাই জানান CPI(M)র জেলা কমিটির সম্পাদক নিরঞ্জন সিহি।
Home রাজ্য দক্ষিণ বাংলা পঞ্চায়েতে জয়ের পর প্রলোভন দেখিয়ে CPI(M) নেতাকে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ উঠল...