প্রতিষ্ঠার পর থেকেই সরকারি অবহেলায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়ছে ।

0
244

দক্ষিণ দিনাজপুর,নিজস্ব সংবাদদাতা:- প্রতিষ্ঠার পর থেকেই সরকারি অবহেলায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়ছে । ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলার বিরাট অংশের ছাত্রদের উচ্চ শিক্ষা । অভিযোগ তুলে সরব হলেন ছাত্র সংগঠন AIDSO’র দক্ষিণ দিনাজপুর জেলা কনভেনার তড়িৎ বসাক। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করতে জেলা শাসক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিল সংগঠন। অবিলম্বে উপাচার্য সহ সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ভবন নির্মাণ এবং বিজ্ঞান কলা বাণিজ্য বিভাগের সকল গুরুত্বপূর্ণ বিষয় পঠন-পাঠনের ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়েছে।
***